পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় বাজ পড়ে মৃত 1 - বাজ পড়ে মৃত্যু

যশ পরবর্তী প্রভাবে বাজ পড়ে মৃত এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের কালীবাস এলাকায় ৷

নদিয়ায় বাজ পড়ে মৃত 1
নদিয়ায় বাজ পড়ে মৃত 1

By

Published : May 27, 2021, 4:02 PM IST

নাকাশিপাড়া, 27 মে : নদিয়ায় যশের প্রভাবে ঝড়-বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম সনাতন বর্মন (48) ৷

নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের কালীবাসের বাসিন্দা সনাতন বর্মন ৷ আজ সকাল দশটা নাগাদ নিজের জমিতে তিনি বেগুন চারা লাগাতে যান বলে পরিবার সূত্রে খবর । সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল । ফাঁকা মাঠে বাজ পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ।

যশ পরবর্তী প্রভাবে বাজ পড়ে নদিয়ায় মৃত এক ব্যক্তি

আরও পড়ুন :যশ বিপর্যস্ত এলাকা পরিদর্শনে কাল রাজ্যে প্রধানমন্ত্রী

এলাকার লোকজন তাঁকে মাঠে পড়ে থাকতে দেখেন । এরপর সনাতনবাবুকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন‌ । তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে । আকস্মিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

প্রসঙ্গত, যশ আছড়ে পড়লেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি ৷ আজও বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details