শান্তিপুর, 17 মে : অসাবধানতাবশত পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার ৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের তোপখানা পাড়া এলাকায় । পরিবারের তরফে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে সবাই বাড়িতেই ছিলেন ৷ কিন্তু সেই মুহূর্তে ঘরের ভিতরে থাকায় বিষয়টা কেউ টের পাননি ৷
বেলা দেড়টা নাগাদ রৌশনা বিবি বাড়ির জল তোলার পাম্পের পাশে কাজ করছিলেন ৷ তখনই কোনও কারণে অসাবধানতাবশত পাম্পের তারে হাত লেগে যায় তাঁর ৷ তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই অচেতন অবস্থায় পড়ে থাকেন রৌশনা বিবি । কিছুক্ষণ পর তাঁর ছোট ছেলে এসে দেখে মা পড়ে রয়েছে ৷