পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিস্ট চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে খুন - কাছেই তাঁর চায়ের দোকান

গতরাত তিনটে নাগাদ বহরমপুরের ভাকুড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যুবকের ৷ মৃতের নাম তরুণ হালদার । বাড়ি ভাকুড়িতেই । সেখানেই তাঁর চায়ের দোকান রয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ফাইল ফোটো

By

Published : Sep 18, 2019, 10:44 AM IST

বহরমপুর, 18 সেপ্টেম্বর : চা দোকানিকে গুলি করে খুন । গতরাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ভাকুড়িতে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

তরুণ হালদার । বয়স 32 । বাড়ি ভাকুড়িতে । কাছেই তাঁর চায়ের দোকান । সকালে দোকান খুলতেন । বন্ধ করতেন রাত সাড়ে আটটা নাগাদ । দাদা জয় হালদার লটারি বিক্রি করেন । কাল রাতে জয় দোকান বন্ধ করে তরুণের কাছে যান । বাড়ি যাওয়ার কথা বলেন । কিন্তু, তরুণের পাশের দোকান মালিক তাঁকে জানিয়ে দেন, রাতে ফিস্ট হবে । তরুণও থাকবেন । রাতে তরুণ ছিলেনও ।

রাত সাড়ে তিনটে নাগাদ তরুণের এক বন্ধু তাঁদের বাড়ি আসেন । দাদার নাম ধরে ডাকাডাকি করেন । জয় বেরোলে তাঁকে প্রথমে জানান, ভাইয়ের দুর্ঘটনা ঘটেছে । পরে তিনি জানান গুলি লেগেছে । জয় বলেন, "আমাকে প্রথমে কিছু বলতে চাইছিল না । বলল, দুর্ঘটনা ঘটেছে । আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই । ভাবলাম মদ খেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে । পরে ওর বন্ধু বলল, ভাইয়ের গুলি লেগেছে । কাল রাতে মোটরবাইকে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় । আমরা যেতে যেতেই সব শেষ ।"

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । কে বা কারা, কেন তরুণকে খুন করল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details