পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hariharpara Youth Killed : পরকীয়ায় বাধা, হরিহরপাড়ায় খুন বিশেষভাবে সক্ষম যুবক - Police Investigation Started in Hariharpara Youth Killed Incident

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police Investigation Started in Hariharpara Youth Killed Incident) ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

Murshidabad News
পরকীয়ায় বাধা, হরিহরপাড়ায় খুন বিশেষভাবে সক্ষম যুবক

By

Published : Apr 2, 2022, 11:03 PM IST

Updated : Apr 3, 2022, 6:44 AM IST

হরিহরপাড়া, 2 এপ্রিল: পরকীয়ার জেরে বিশেষভাবে সক্ষম এক যুবকের হাতে খুন হলেন আরও এক বিশেষভাবে সক্ষম যুবক (Youth killed in Hariharpara Murshidabad) ৷ আর এর জেরেই শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া ৷ পুড়ল বাড়ি ৷ ঘটনাটি হরিহরপাড়া থানার শিবনগরের । মৃত যুবকের নাম রিপন মণ্ডল (22) । তাঁকে খুনে অভিযুক্ত ইমরান শেখ ৷ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুরু হয়েছে ঘটনার তদন্ত ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিপন মণ্ডলের স্ত্রীর সঙ্গে ইমরান শেখ নামে ওই অভিযুক্ত যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ এই নিয়ে ওই দুই যুবকের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল । অভিযোগ, মাস খানেক আগে ইমরান শেখ রিপনের স্ত্রীকে নিয়ে পালিয়ে আসে । এরপরে গ্রামে সালিশি সভা বসে ৷ গ্রামবাসীরা সালিশি সভা করে রিপনের স্ত্রীকে ফিরিয়ে দেয় ও ইমরানকে সাবধান হতে বলে । কিন্তু এতেও কাজ হয়নি ৷ রিপনের স্ত্রীর সঙ্গে ইমরানের সম্পর্ক আরও গাঢ় হতে শুরু করে ৷ গোপনে মেলামেশা চলতে থাকে দুজনের মধ্যে ৷

আরও পড়ুন : তপন কান্দু খুনে গ্রেফতার নরেন কান্দু, আশিক খান

শনিবার এই নিয়ে ফের বিবাদ বাধে রিপন ও ইমরানের মধ্যে ৷ অভিযোগ এদিন রাত সাড়ে আটটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে রিপন মণ্ডলকে কোপায় ইমরান । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এরপরেই উত্তেজিত হয়ে পড়েন রিপনের প্রতিবেশী ও গ্রামবাসীরা ৷ ইমরানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । শারীরিকভাবে অসমর্থ হওয়ায় এলাকা ছেড়ে পালাতে পারেনি ইমরান, ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে ৷ গ্রামবাসীরা তাকে হরিহর থানার পুলিশের হাতে তুলে দেন ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Apr 3, 2022, 6:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details