কলকাতা, 9 মার্চ : কোরোনা সংক্রমণ নয় । ডায়াবেটিক কোমায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের যুবক মিনারুল হকের । প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল, কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মিনারুলের । কিন্তু মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে টেস্ট রিপোর্ট হাতে পেয়ে হাঁফ ছাড়ল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত মিনারুল হকের থ্রোট সোয়াব নমুনায় মিলল না কোরোনা ভাইরাস ।
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে চিকিৎসাধীন ছিল মিনারুল । গতকাল সেখানেই তার মৃত্যু হয় । এরপর এলাকায় আতঙ্ক ছড়ায় । রাতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে জানাতে পারেনি । থ্রোট সোয়াব সংগ্রহ করে বেলেঘাটা ভাইরাস রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় । রাত তিনটে নাগাদ সেই নমুনা পৌঁছায় বেলেঘাটায় । পরীক্ষার পর নমুনাতে কোরোনা ভাইরাস ধরা পড়েনি । আজ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই রোগীর মৃত্যুর কারণ COVID-19-এর সংক্রমণে হয়নি । মৃত্যুর কারণ ডায়াবেটিক কোমা।