ফরাক্কা, 13 জুন : বাবা নতুন মোবাইল কিনে দেয়নি । এই অভিমানে আত্মঘাতী হল এক যুবক । মৃতের নাম নঈম খান (18) । ঘটনাটি ফরাক্কা থানার মানিকনগরের। আজ সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।
মোবাইল কিনে না দেওয়ায় আত্মঘাতী যুবক - মোবাইল না পেয়ে আত্মঘাতী
বাবার কাছে মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল নঈম । কিন্তু, তা কিনে দিতে পারেননি তার বাবা । সেই অভিমানে বিষ খায় ক্লাস টুয়েলভের ছাত্র নঈম ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক থেকে নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য আবদার করছিল নঈম। কিন্তু লকডাউনের জেরে কাজ না থাকায় ক্ষেতমজুর বাবা ছেলের দাবি পূরণ করতে পারেননি। পরে কিনে দেবেন বলে ছেলেকে থামিয়ে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে ফের নতুন মোবাইল নিয়ে মায়ের সঙ্গে বচসা বাধে নঈমের। এর কিছুক্ষণ পরই মায়ের কোলে ঢলে পড়ে সে । বলে, আমি বিষ খেয়েছি। সঙ্গে সঙ্গে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আজ সেখানেই মৃত্যু হয় তার।
ক্লাস টুয়েলভে পড়ত নঈম । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে।