সুতি, 15 জানুয়ারি: গাঁজা-সহ ভিন রাজ্যের এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshidabad News) সুতি থানার পুলিশ । সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে 34 নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার ধলার মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি কালো ব্যাগ ৷ সেই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আটটি গাঁজার প্যাকেট । সেখান থেকে মোট 16 কেজি গাঁজা উদ্ধার হয়েছে । মণিপুরী ওই গাঁজার আন্তর্জাতিক বাজারমূল্য আট লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ (Marijuana Seized by Suti Police Station)। ধৃতের সঙ্গে আর কারা জড়িত বা সুতিতে কোন উদ্দেশে সে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজা কুমার । বাড়ি বিহারের পটনা জেলার বোগ্রামে । রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে মাদক মামলায় বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করা হয় ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু পাচার আপাতত বন্ধ থাকলেও গাঁজা ও কাশির নিষিদ্ধ সিরাপ পাচারে লাগাম টানতে পারেনি পুলিশ বা বিএসএফ কেউই । শীতের কুয়াশাকে ঢাল করে দেদার সীমান্ত মাদক পাচার করছে কারবারীরা । বিশেষ করে কুয়াশার দাপট বাড়তেই ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারীরা ৷
আরও পড়ুন :বেগুনবোঝাই গাড়িতে 4 কুইন্টাল গাঁজা উদ্ধার ! গ্রেফতার 2