পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Currency Recovered: লাখ টাকার জালনোট-সহ গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা - Fake Currency Recovery

ঝাড়খণ্ডে এক লাখ টাকার জালনোট-সহ গ্রেফতার যুবক (Fake Currency Recovered) ৷ নাম সর্বেশ্বর দাস ৷ বয়স 27 বছর ৷ শুক্রবার সন্ধ্যায় সামশেরগঞ্জের কাঞ্চনতলা গঙ্গা ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয় তাকে ।

Fake Currency Recovery news
লাখ টাকার জালনোট-সহ গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা

By

Published : Jul 23, 2022, 10:27 PM IST

সামশেরগঞ্জ, 23 জুলাই: প্রায় এক লাখ টাকার জালনোট-সহ গ্রেফতার যুবক (Fake Currency Recovered) ৷ ধৃত যুবকের নাম সর্বেশ্বর দাস ৷ বয়স 27 বছর ৷ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে 96 হাজার টাকার জাল নোট-সহ তাকে গ্রেফতার করা হয় । ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হচ্ছে ।

আরও পড়ুন: ড্রেনে ভেসে এল 500 টাকার নোটের বান্ডিল, কুড়োতে ব্যস্ত এলাকাবাসী

পুলিশ সূত্রে খবর, মালদার দিক থেকে ধূলিয়ান ফেরিঘাট হয়ে এসে টাকা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ওই যুবক জালনোটগুলি নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান । যদিও জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ । পাশাপাশি জালনোটগুলি কাকে দেওয়ার উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।

বেশ কিছুদিন পর সামশেরগঞ্জে আবারও জালনোট উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ধুলিয়ান ফেরিঘাটকে ফের জাল নোট পাচারের করিডর হিসাবে ব্যবহার করছে পাচারকারীরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details