বহরমপুর, 4 অগস্ট: প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুরে ৷ মৃত যুবকের নাম টিঙ্কু শেখ (24) ৷ তাঁর বাড়ি বহরমপুরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কে বা কারা এই খুন করেছে, তা এখনও জানা যায়নি ৷ মৃতের পরিবারও এ বিষয়ে কিছু বলেনি ৷
তবে পুলিশ সূত্রে অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই যুবককে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রিংরোড এলাকায় ভর সন্ধ্যায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে যুবক টিঙ্কু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ৷
স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কে বা কারা কী উদ্দেশ্যে তাঁকে এইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।