পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল গেমের আইডি নিয়ে বিবাদ, ফরাক্কায় জঙ্গল থেকে উদ্ধার নাবালকের দগ্ধ দেহ - Mobile

Murder in Farakka: একসময় পাবজি গেমের জেরে একের পর এক আত্মহত্যার খবর মিলছিল ৷ এবার আরেকটি মোবাইল গেমের জন্যে কিশোরকে খুনের অভিযোগ উঠল তারই বন্ধুদের বিরুদ্ধে ৷ খুনের পর দেহ লোপাটের চেষ্টাও করেছে অভিযুক্তরা ৷

ETV Bharat
মোবাইল গেমের জন্যে খুন বন্ধু

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 11:47 AM IST

Updated : Jan 18, 2024, 12:20 PM IST

ফরাক্কা, 18 জানুয়ারি: মোবাইল গেমের আইডি নিয়ে বিবাদের জেরে নাবালককে খুনের অভিযোগ ৷ শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে তার দেহ পুড়িয়েও দিল অভিযুক্তরা ৷ শিউরে ওঠা এই ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের ফরাক্কায় ৷ এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ ৷ থানার আইসি দেবব্রত চক্রবর্তী বলেন, "নাবালককে খুনের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ (বৃহস্পতিবার) তাদের আদালতে তোলা হবে ৷ খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে ৷"

স্থানীয় সূত্রের খবর, ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের 9 নম্বর ব্লকের বাসিন্দা মৃত কিশোর ৷ সে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলত ৷ নাবালকের থেকে এই গেমের আইডি চায় তার বন্ধুরা ৷ নাবালক সেই আইডি দিয়েও দেয় ৷ পরে বন্ধুরা সেই আইডি বদলে দেয় ৷ পরবর্তীতে গেমের আইডি নিয়ে নাবালকের সঙ্গে তার বন্ধুদের ঝামেলা বাঁধে ৷ ঝামেলা পরবর্তী সময় থেকে নাবালকের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

মৃত কিশোরের মা বলেন, "8 জানুয়ারি মা আমি আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে ৷ তারপর রাতে ফোন করলে ফোন পরিষেবার বাইরে বলে ৷ পরদিন ভোর 4টে নাগাদ ফোন করলে ফোন সুইচড অফ বলে ৷ চারিদিকে খোঁজখবর নিয়েছি ৷ কিন্তু কেউ কিছু বলতে পারছিল না ৷ এরপর 11 জানুয়ারি তিনি পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি করেন ৷"

তবে পুলিশ কোনও খোঁজ দিতে পারেনি ৷ এর পরই মৃতের চার বন্ধুকে জেরা করতে শুরু করে পুলিশ ৷ তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে এরই মধ্যে সোমবার ফিডার ক্যানেলের ধারে একটি জঙ্গলের মধ্যে থেকে একটি পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ ৷ সেই জায়গাটি ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকোঘাটের মাঝে 8 নম্বর ব্লকে ৷ দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ ৷ মৃতদেহের বুকে উল্কি দেখে নাবালকের পরিবার সনাক্ত করে যে দেহটি তাঁদের ছেলের ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিশোরের কাছে ফ্রি ফায়ার গেমের আইডি চায় তার বন্ধুরা ৷ সে তা দিয়েও দেয় ৷ অভিযোগ, এরপর এক অভিযুক্তের সহযোগিতায় আরেক অভিযুক্ত ওই গেমের আইডি পালটে ফেলে ৷ এর জেরেই বন্ধুদের হাতে নাবালককে খুন হতে হল, দাবি পুলিশের ৷

অভিযুক্তদের জেরা করে পুলিশ আরও জানতে পারে, খুনের পর প্রথমে দেহটি জঙ্গলে ফেলে দেয় অভিযুক্তরা ৷ ধরা পড়ে যাওয়ার ভয়ে পেট্রল কেনে ওই কিশোররা ৷ পরে জঙ্গলে ফিরে পাপাইয়ের দেহ পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয় অভিযুক্তরা ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷

আরও পড়ুন:

  1. দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া মধ্যমগ্রামে, স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে খালে ভাসাল স্বামী !
  2. ভিন রাজ্যে পালানোর ছক বানচাল, বনগাঁয় স্ত্রীকে খুনে হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত
  3. পরকীয়ার জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন মহিলার, গল্প ফেঁদেও মিলল না রেহাই
Last Updated : Jan 18, 2024, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details