পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Death in Road Accident: শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের - মর্মান্তিক দুর্ঘটনা

শ্বশুর বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনাটি ফরাক্কার ৷

Youth Death
দুর্ঘটনায় মৃত্যু যুবকের

By

Published : Apr 4, 2023, 9:24 PM IST

ফরাক্কা (মুর্শিদাবাদ), 4 এপ্রিল: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ফরাক্কা ৷ বাইকে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন যুবক ৷ রাস্তায় ঘটল বিপত্তি ৷ শ্বশুর বাড়ি যাওয়ার আগেই পথে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ওই যুবকের । মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর মুর্শিদাবাদের ফরাক্কা থানার শংকরপুর । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

জানা গিয়েছে, এদিন নিজের বাড়ি আমতলা থেকে বাইক চালিয়ে জাতীয় সড়ক হয়ে শ্বশুর বাড়ি হাজারপুরা যাচ্ছিলেন ওই যুবক । সেসময় শংকরপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পিছন থেকে দ্রুত গতিতে আসছিল একটি পিক-আপ ভ্যান ৷ ওই পিক-আপ ভ্যান সজরে এসে ধাক্কা মারে তাঁর মোটর বাইকে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইদুল শেখ । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরাক্কার বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । শ্বশুর বাড়ি যাওয়ার পথে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ । তবে চালক খালাসি পলাতক বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত করছে ফরাক্কা থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বাইদুল শেখ ৷ বয়স 32 বছর । তাঁর বাড়ি ফরাক্কা থানার আমতলা গ্রামে । এই দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ব্যস্ততম জাতীয় সড়কে ৷ মানুষ ভিড় জমায় সেখানে ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে ৷

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে 50 জন যাত্রীকে নিয়ে মেয়ো রোডে উলটে গেল মিনিবাস, মৃত 2

ABOUT THE AUTHOR

...view details