মুর্শিদাবাদ, 25 জানুয়ারি : পুরোনো বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গুনানন্দবাটি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম দিলসার শেখ (30) ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷
ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু যুবকের - ব্য়ক্তিকে পেটে অস্ত্র দিয়ে আঘাত করায় মৃত্যু
এক যুবককে পেটে অস্ত্র দিয়ে আঘাত করায় তাঁর মৃত্যু হল ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গুনানন্দবাটি এলাকায়।
দিলসার পেশায় ইট বালি ব্যবসায়ী ছিলেন। মোফাই সেখ নামে এক যুবকের সঙ্গে পুরোনো বিবাদ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবারেও দুজনের মধ্যে বচসা হয় ৷ বচসার সময় মুফাই সেখ ধারালো অস্ত্র দিয়ে দিলসারকে পেটে আঘাত করে। দিলসার নিজের ডিপোতে তখন কাজ করছিলেন। পরিবারের সদস্যদরা জানায়, মুফাই সেখ তাঁকে ডিপোতে ঢুকে অস্ত্র দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দিলসারের ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ মোফাই শেখকে গ্রেপ্তার করে ৷ তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ ।