পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণ না পেয়ে যুবতিকে খুন, অভিযুক্তরা পলাতক - young lady is murdered by husband

যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷

young-lady-is-murdered
পণ না মেলায় যুবতি খুন

By

Published : Jan 20, 2020, 11:10 PM IST

Updated : Jan 21, 2020, 5:40 PM IST

হরিহরপাড়া, 20 জানুয়ারি : অতিরিক্ত পণের দাবি ছিল শ্বশুরবাড়িতে । সেই দাবি মেটাতে পারেনি যুবতির আব্বার বাড়ির লোকেরা । সেজন্য যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরসহ পরিবারের 6 জনের বিরুদ্ধে । হরিহরপাড়া থানা এলাকার বহরান গ্রামের ঘটনা । মৃতার নাম কাজলরেখা বিবি । বয়স 22 ।

বছর পাঁচেক আগে ললিতপুরের কাজলরেখার সঙ্গে বহরান গ্রামের মতিরুল শেখের নিকাহ হয়েছিল । তাঁদের দু'বছরের একটি মেয়েও রয়েছে । অভিযোগ, নিকাহের প্রথম থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবি নিয়ে অত্যাচার চালাত ওই যুবতির উপর । শারিরীক ও মানসিক নির্যাতনও চালাত ।

গতকাল রাতে ওই যুবতি আত্মঘাতী হয়েছে বলে আব্বার বাড়িতে খবর পাঠিয়েছিল মতিরুলের পরিবার । কাজলরেখার আব্বার বাড়ির লোক এসে দেখে বাড়িতে পড়ে রয়েছে দেহ । বাড়ি ফাঁকা । যুবতির বাড়ি থেকে অভিযোগ উঠেছে, তাদের মেয়েকে শ্বশুর-শাশুড়ির প্রত্যক্ষ মদতে মেরে ফেলেছে । তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে ।

আজ হরিহরপাড়া থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । ঘটনায় থানায় যুবতির শ্বশুরবাড়ির ছয়জনের নামে খুনের লিখিত অভিযোগ করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jan 21, 2020, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details