বড়ঞা, 6 অগস্ট:মুর্শিদাবাদেরবড়ঞার এক গ্রামের পুকুর থেকে তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীর বয়স 18 থেকে 20 বছর ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতের বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। গলা থেকে মাথা আলাদা করে নৃশংসভাবে খুন করা হয়েছে। রবিবার সকালে তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধারের পর থেকেই তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কে বা কারা ওই তরুণীকে খুন করে পুকুরে তাঁর দেহ ফেলে গেল তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ এও অনুমান করছে, তরুণীকে নির্যাতন করেই খুন করা হয়েছে। মুণ্ডহীন ওই দেহটি কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় পুকুরে একটি রক্তাক্ত দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। পুলিশ এসে পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার করে। পুলিশের তরফ থেকে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।