পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered: বড়ঞায় পুকুর থেকে উদ্ধার তরুণীর মুণ্ডহীন দেহ! - অর্ধনগ্ন

তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধার পুকুর থেকে ৷ রবিবার সকালে তরুণীর এইরকম নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।

Body Recovered
উদ্ধার তরুণীর মুণ্ডহীন দেহ

By

Published : Aug 6, 2023, 10:37 PM IST

Updated : Aug 6, 2023, 11:01 PM IST

তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধার পুকুর থেকে

বড়ঞা, 6 অগস্ট:মুর্শিদাবাদেরবড়ঞার এক গ্রামের পুকুর থেকে তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীর বয়স 18 থেকে 20 বছর ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতের বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। গলা থেকে মাথা আলাদা করে নৃশংসভাবে খুন করা হয়েছে। রবিবার সকালে তরুণীর মুণ্ডহীন দেহ উদ্ধারের পর থেকেই তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কে বা কারা ওই তরুণীকে খুন করে পুকুরে তাঁর দেহ ফেলে গেল তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ এও অনুমান করছে, তরুণীকে নির্যাতন করেই খুন করা হয়েছে। মুণ্ডহীন ওই দেহটি কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় পুকুরে একটি রক্তাক্ত দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। পুলিশ এসে পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার করে। পুলিশের তরফ থেকে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:ধান খেতে পড়ে মহিলার মুণ্ডহীন দেহ, মাথা পুকুরে

পুলিশের দাবি, যাতে মুখ দেখে পরিচয় না জানা যায়, তারজন্যই ধড় থেকে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছে। অন্য কোনও জায়গায় খুন করেই দুষ্কৃতীরা দেহ এখানে ফেলে গিয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ৷ পায়ের ছাপ নষ্ট হয়ে যাওয়ায়, কোন দিক দিয়ে এসে দেহ ফেলে দিয়ে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ গ্রামেও পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অন্যান্য থানাতেও খতিয়ে দেখা হচ্ছে কোনও যুবতীর নিখোঁজের অভিযোগ করা হয়েছে কি না।

আরও পড়ুন:বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

Last Updated : Aug 6, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details