সামশেরগঞ্জ, 12 জুলাই : 50 লক্ষ টাকার ট্যাবলেট ইয়াবা-সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । রবিবার রাতে ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ ধৃতের নাম মর্তুজা শেখ । বাড়ি সামশেরগঞ্জ থানার হাউসনগর গ্রামে । সোমবার সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় ধৃতকে ৷
জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ওয়াই রঘুবংশী জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মণিপুর থেকে মাদক ট্যাবলেটগুলি আনা হয়েছিল । সম্ভবত সেগুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল । ধৃত মুর্তজা শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে 90 হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে, যার বাজারমূল্য আনুমানিক 50 লক্ষ টাকা ৷ ধৃতের বাড়ি সিল করে তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে সোমবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ৷