ভগবানগোলা, 27 মে: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় ৷ অবৈধ চাকরি হারিয়েছেন হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ৷ ঠিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগবানগোলা ব্লক 1-র পিডব্লিউডি মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ওএমআর সিট। সিটে ভুল উত্তর ঠিক করা হয়েছে হোয়াইটনার দিয়ে ৷ বর্তমানে তিনি শিক্ষিকা হওয়ায় প্রশ্ন উঠেছে তাঁর চাকরির যোগ্যতা নিয়ে ৷
ভাইরাল হওয়া ওএমআর সিটে দেখা গিয়েছে, রেশমা খাতুন প্রথমে যে উত্তরগুলি দিয়েছিলেন তার অনেকগুলিতে ভুল রয়েছে ৷ সেই ভুল হোয়াইটনার দিয়ে ঠিক করা হয়েছে ৷ আর এখানেই উঠেছে প্রশ্ন ৷ অভিযোগ উঠেছে দুর্নীতি করে শিক্ষিকার চাকরি পেয়েছেন রেশমা ৷ বর্তমানে রেশমা খাতুন ফারাক্কার অর্জুনপুর হাইস্কুলের শিক্ষিকা। এই অভিযোগ সামনে আসার পর তা নস্যাৎ করেছেন রেশমা ৷
তিনি বলেন, "পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগছিল ৷ নার্ভাস হয়ে গিয়ে সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুলটাই গোল করে দিয়েছিলাম। সে কারণে আর একটা ওএমআর সিট পরীক্ষকের কাছে চেয়েছিলাম ৷ তিনি জানান সেটি নিয়ম বহির্ভূত। সে কারণে পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষার্থীদের পরামর্শে হোয়াইটনার ব্যবহার করে ভুল মার্ক করা উত্তরগুলো মুছে সঠিক উত্তর চিহ্নিত করি । কোনও দুর্নীতি করে চাকরি পাইনি ৷ 2016-র প্যানেলে পরীক্ষা দিয়ে 2023 সালে চাকরি পেয়েছি ৷ আমার নাম ওয়েটিং লিস্টে ছিল । 2022 সালের 30 ডিসেম্বরের নোটিশে ডাক পাই এবং 2023 সালের জানুয়ারি মাসে চাকরিতে যোগ দিয়েছি।"