পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Viral OMR Sheet: ভাইরাল 'ভুল' ওএমআর সিট, শিক্ষিকার চাকরি নিয়ে উঠছে প্রশ্ন - নিয়োগ দুর্নীতি

মুর্শিদাবাদের ভগবানগোলায় এক শিক্ষিকার ওএমআর সিট সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক ৷ সিটে ভুল উত্তর ঠিক করা হয়েছে ৷ সেই সিট এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
ভাইরাল ভুল ওএমআর সিট

By

Published : May 27, 2023, 8:17 PM IST

ভাইরাল ওএমআর সিট

ভগবানগোলা, 27 মে: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় ৷ অবৈধ চাকরি হারিয়েছেন হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ৷ ঠিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগবানগোলা ব্লক 1-র পিডব্লিউডি মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ওএমআর সিট। সিটে ভুল উত্তর ঠিক করা হয়েছে হোয়াইটনার দিয়ে ৷ বর্তমানে তিনি শিক্ষিকা হওয়ায় প্রশ্ন উঠেছে তাঁর চাকরির যোগ্যতা নিয়ে ৷

ভাইরাল হওয়া ওএমআর সিটে দেখা গিয়েছে, রেশমা খাতুন প্রথমে যে উত্তরগুলি দিয়েছিলেন তার অনেকগুলিতে ভুল রয়েছে ৷ সেই ভুল হোয়াইটনার দিয়ে ঠিক করা হয়েছে ৷ আর এখানেই উঠেছে প্রশ্ন ৷ অভিযোগ উঠেছে দুর্নীতি করে শিক্ষিকার চাকরি পেয়েছেন রেশমা ৷ বর্তমানে রেশমা খাতুন ফারাক্কার অর্জুনপুর হাইস্কুলের শিক্ষিকা। এই অভিযোগ সামনে আসার পর তা নস্যাৎ করেছেন রেশমা ৷

তিনি বলেন, "পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগছিল ৷ নার্ভাস হয়ে গিয়ে সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুলটাই গোল করে দিয়েছিলাম। সে কারণে আর একটা ওএমআর সিট পরীক্ষকের কাছে চেয়েছিলাম ৷ তিনি জানান সেটি নিয়ম বহির্ভূত। সে কারণে পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষার্থীদের পরামর্শে হোয়াইটনার ব্যবহার করে ভুল মার্ক করা উত্তরগুলো মুছে সঠিক উত্তর চিহ্নিত করি । কোনও দুর্নীতি করে চাকরি পাইনি ৷ 2016-র প্যানেলে পরীক্ষা দিয়ে 2023 সালে চাকরি পেয়েছি ৷ আমার নাম ওয়েটিং লিস্টে ছিল । 2022 সালের 30 ডিসেম্বরের নোটিশে ডাক পাই এবং 2023 সালের জানুয়ারি মাসে চাকরিতে যোগ দিয়েছি।"

আরও পড়ুন: প্রাথমিকের 36 হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদ

এই প্রসঙ্গে ভগবানগোলা ব্লক 1-র সিপিএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন, "কয়েকদিন থেকে সোশাল মিডিয়ায় দেখছি একটি মেয়ের ওএমআর সিট ভাইরাল হয়েছে। যেখানে হোয়াইটনার ব্যবহার করে উত্তরপত্রে ভুলটা মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই মেয়ে বর্তমানে চাকরি করছে ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলে।"

তিনি আরও জানান, ভগবানগোলার ছোট-বড় বিভিন্ন নেতার আত্মীয়-স্বজনরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। দুর্নীতিকরে চাকরি পাওয়া সকল শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। যারা প্রকৃত চাকরি পাওয়ার অধিকারী তাঁরাই পাক।

ABOUT THE AUTHOR

...view details