পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে অ্যাসিড দিয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - Murdere

যুবতিকে অ্যাসিড দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি সালার থানার গুলহাটিয়া গ্রামের ৷ মৃতের নাম সুকুমারি মাঝি (22) ৷ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন পলাতক ৷

ছবি

By

Published : Oct 11, 2019, 1:15 PM IST

Updated : Oct 11, 2019, 1:51 PM IST

কান্দি , 11 অক্টোবর : যুবতিকে অ্যাসিড দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি সালার থানার গুলহাটিয়া গ্রামের ৷ মৃতের নাম সুকুমারি মাঝি (22) ৷ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন পলাতক ৷

সুকুমারির বাপের বাড়ির পরিবার জানিয়েছে, "গলায় দড়ি দিয়ে সুকুমারি আত্মহত্যার চেষ্টা করেছে বলে আমাদের ফোন করা হয় । এরপর কান্দি হাসপাতালে গিয়ে দেখতে পাই মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে । মুখ ও দেহের বিভিন্ন স্থানে অ্যাসিডে পোড়ার দাগ । আমরা নিশ্চিত যে মেয়েকে খুন করা হয়েছে ৷ "

দেখুন ভিডিয়ো

ঘটনার খবর পেয়ে সুকুমারির বাপের বাড়ি জডান গ্রামের স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় হাসপাতালে ৷ গুলহাটিয়া গ্রাম থেকে শ্বশুরবাড়ির যে সদস্যরা সুকুমারিকে কান্দি হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মারধর শুরু করে । অভিযোগ, একজনকে রাস্তার পোলে বেঁধে রেখেও দেওয়া হয়েছিল । ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় ৷ উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে ৷ এর সঙ্গে আটক করা হয় মৃতের শ্বশুরবাড়ির দুই সদস্যকে ৷

Last Updated : Oct 11, 2019, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details