পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, প্রেমিকের বাড়ির সামনে ধরনায় যুবতি - বর্ধমান জেলার কেতুগ্রাম

একপাহাড়িয়া গ্রামে একরাম শেখের বাড়ির সামনে মঙ্গলবার থেকে ধরনায় বসেছেন যুবতি ।

murshidabad
নিজস্ব ছবি

By

Published : Sep 16, 2020, 3:34 PM IST

বড়ঞা, 16 সেপ্টেম্বর : একাধিকবার সহবাস করেছিল যুগল । বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রেমিক । কিন্তু এখন বিয়ের প্রসঙ্গ উঠতেই নারাজ যুবক । বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন যুবতি । গত 24 ঘণ্টা টানা সেখানেই বসে রয়েছেন তিনি । বিবাহ বিচ্ছিন্না বছর কুড়ির ওই যুবতি । সেই কারণেই এখন পিছু হটছে একরাম শেখ নামের ওই যুবক, অভিযোগ এমনই ।

একপাহাড়িয়া গ্রামে একরাম শেখের বাড়ির সামনে মঙ্গলবার থেকে ধরনায় বসেছেন ওই যুবতি । ঘটনায় প্রতিবেশীরা জড়ো হন । পুলিশও পৌঁছায় ঘটনাস্থানে । কিন্তু যদিও তাঁকে ধরনা থেকে ওঠানো যায়নি । ওই যুবতি স্ত্রীর মর্যাদা দাবি করে । তার জন্যে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি । কিন্তু সুরাহা হয়নি । তাই শেষ এই পদক্ষেপ, জানিয়েছেন বছর 20-র যুবতি ।

বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা ওই যুবতি । তিনি জানিয়েছেন, আত্মীয়ের বিয়েতে গিয়ে একরামের সঙ্গে পরিচয় হয় । এরপর ফোনে সম্পর্ক এগোয় । বছর আড়াইয়ের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে । বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার সহবাসও করে ওই যুবক । কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না সে । যুবতির দাবি, একরাম শেখের পরিবার বিষয়টি জানত । ওই যুবতির আগে একবার বিয়ে হয়েছিল, যদিও সে সম্পর্ক বেশি দিন টেকেনি । এখন আগে বিয়ে হওয়ায়, একরামের পরিবারের তাঁদের বিয়েতে রাজি হচ্ছে না ।

যুবতির অভিযোগ, তিনি বড়ঞা থানার অভিযোগ জানাতে গিয়েছিলেন । পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । এরপর মঙ্গলবার থেকে স্ত্রীর মর্যাদার দাবি জানিয়ে ধরনায় বসেন তিনি ।

এদিকে, বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি-ছাড়া হয়েছে একরাম শেখের পরিবারের সকলেই ।

ABOUT THE AUTHOR

...view details