কান্দি, 15 জুন:যে রাঁধে সে চুলও বাঁধে ৷ এই প্রবাদ বাক্যকে সার্থক করে দেখিয়েছেন নারীরা ৷ ছাপোষা গৃহবধূ সংসার সামলেও কর্মক্ষেত্রে কতটা পেশাদার হতে পারেন, এমন নজির নজর ঘোরালেই ধরা পড়বে ৷ এমনই এক গল্প শোনাব আজ ৷ গল্প নয়, সত্যি ৷ ঘরে আর বাইরে - দুটি ক্ষেত্রেই নিজের নিদারুণ দায়িত্ববোধের দৃষ্টান্ত তুলে ধরেছেন মুর্শিদাবাদের এক মহিলা পুলিশ আধিকারিক ৷
কান্দির একটি মনোনয়ন কেন্দ্রে দেখা মিলল তাঁর । মহকুমাশাসকের দফতরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা নেওয়া চলছিল সকাল থেকেই । হঠাৎ নজরে এল এক মহিলা পুলিশ অফিসার ৷ তিনি হলেন কান্দি থানার সাব ইন্সপেক্টর শতাব্দী মজুমদার, খড়গ্রামের বাসিন্দা । দীর্ঘ 15 বছর এই পেশায় যুক্ত । তাঁর কোলেই দেখা গেল একটি শিশুকে ৷ বর্তমানে ওই পুলিশকর্মী একজন মা । কোলে আট মাসের সন্তানকে নিয়েই মহকুমাশাসকের দফতরের গেটের বাইরে ডিউটি করছেন তিনি ।
তীব্র গরমেও মায়ের কোল ছাড়তে নারাজ একরত্তি । মাকে পুলিশের পোশাকে দেখলেই কান্না শুরু । তাই বাধ্য হয়ে আট মাসের শিশুকে কোলে নিয়েই ডিউটি করছেন সাব ইন্সপেক্টর শতাব্দী মজুমদার । ডিউটি করার পাশাপাশি সময়মতো ছেলেকে জল খাওয়ানো, ঘুম পাড়ানো সবই করছেন ৷