পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Beaten to Death: একঘরে 'আপত্তিকর' অবস্থায় দেখে পিটিয়ে খুন শাশুড়িকে, হাসপাতালে জামাই - শাশুড়ি জামাইকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে

শাশুড়ি-জামাইকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে শাশুড়ির (Woman Beaten to Death) । আশঙ্কাজনক অবস্থায় জামাই হাসপাতালে ভর্তি ৷

Woman Beaten to death by Neighbours for illicit relation with son in law
Woman Beaten by Neighbours

By

Published : Jul 19, 2022, 2:22 PM IST

হরিহরপাড়া,19 জুলাই:শাশুড়ি ও জামাইকে একঘরে 'আপত্তিকর' অবস্থায় দেখে লাঠি ও বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে (Woman Beaten to Death)। এই ঘটনায় মৃত্যু হয়েছে শাশুড়ির । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি জামাই । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার সার্বাঙ্গপুর এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নুরসেফা বিবি । জামাইয়ের নাম মফিজুল মণ্ডল ।

শাশুড়ি ও জামাইয়ের মধ্যে 'আপত্তিকর' সম্পর্ক নিয়ে গ্রামে কানাঘুষো ছিল । অভিযোগ, সোমবার রাতে একঘরে দুজনকে 'আপত্তিকর' অবস্থায় দেখা যায় ৷ এরপরই উত্তেজিত গ্রামবাসী বাঁশ, লাঠি দিয়ে তাঁদের পেটাতে শুরু করেন বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির । জখম জামাইকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় (Woman Beaten to death by Neighbours for illicit relation with son in law) ।

শাশুড়ি জামাইকে আপত্তিকর অবস্থায় দেখে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে

আরও পড়ুন:শাক তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে মৃত্যু ব্যক্তির!

আহত জামাই মফিজুল মণ্ডল জানান, তাঁর শ্বশুর ও শ্যালকরা ভুল বুঝে তাঁকে মারতে থাকে । হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় । সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ । অভিযুক্তরা পলাতক ।

ABOUT THE AUTHOR

...view details