ভগবানগোলা, 17 এপ্রিল : মাদক পাচারে জড়িত এক মহিলাকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ । ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 50 লাখ টাকার হেরোইন (Heroin Worth Rs 50 Lakh Recovered) ।
শনিবার রাতে মহিলাকে গ্রেফতার করা হয় । ধৃত মহিলার নাম খুরসিনা বেওয়া । তাঁর বাড়ি বেলডাঙ্গায় । ধৃত মহিলাকে আজ বহরমপুর এনডিপিএস কোর্টে পাঠানো হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । বিএসএফের চোখে ধুলো দিতে মাদক পাচারের মহিলাদের যুক্ত করছে মাদক মাফিয়ারা । সম্প্রতি কিশোর-কিশোরীদের এই চক্রে জড়ানোরও প্রমাণ পাওয়া গিয়েছে । মোটা টাকার লোভ দেখিয়েই তাদের পাচারের কারবারে যুক্ত করা হয় ।