জলঙ্গি, 30 মে : বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হলো প্রচুর পরিমাণে ফেনসিডিল । ভারত-বাংলাদেশ সীমান্তের ফারজিপাড়া BOP (বর্ডার আউট পোস্ট)-তে বাজেয়াপ্ত করা হয় 100 বোতল ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন । গ্রেপ্তার করা হয় এক মহিলাকে । ফেনসিডিল ছাড়াও মহিলার কাছ থেকে পাওয়া যায় তেল, সাবান ইত্যাদি ।
ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের অভিযোগ, গ্রেপ্তার মহিলা - ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনসিডিলসহ ধৃত মহিলা
100 বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার । ধৃত এক মহিলা।
শুক্রবার রাতে কাঁটাতার লাগোয়া এলাকায় বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানদের নজরে আসে ওই মহিলা । মহিলাকে ধাওয়া করে উদ্ধার হয় মুদিখানার বেশকিছু সামগ্রীসহ নিষিদ্ধ মাদক ফেনসিডিল । বছর 45-র ওই মহিলার নাম সন্ধ্যা মণ্ডল । জলঙ্গি থানা এলাকার উদয়নগর কলোনির বাসিন্দা ।
জানা গেছে, দুই দেশের সীমান্তে BSF এর চোখে ধুলো দিতে মোটা টাকার লোভ দেখিয়ে পাচারের কাজে ব্যবহার করা হয় মহিলাদের । প্রসূতি মহিলার ছদ্মবেশে মহিলারা মাদকসহ ভারতীয় সামগ্রী সীমান্তের ওপারে পৌঁছে দেয় । ধৃত মহিলাকে বাজেয়াপ্ত সামগ্রীসহ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।