সাগরদিঘি, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী টিকিট বিক্রি করিনি ৷ কেউ যদি প্রমাণ করতে পারে আমি টিকিট বিক্রি করেছি তাহলে ওইদিনই পদত্যাগ করব ৷ ইটিভি ভারতকে এমনটাই জানালেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ৷ সম্প্রতি বাইরনের বিরুদ্ধে ভোটের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে ৷ তার পরিপ্রেক্ষিতেই এই দাবি করলেন তিনি ৷ তবে 40 শতাংশ প্রার্থীপদের টিকিট বিতরণ হয়েছে বলে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন বাইরন ৷
সরকারি সাহায্য পেয়ে মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন সাগরদিঘির বিধায়ক । তিনি বলেন, "কংগ্রেসে থেকে কাজ করা সম্ভব হচ্ছিল না ৷ বিধায়ক হয়ে যদি কোনও কাজ না-করতে পারি তাহলে সে পদ পেয়ে কোনও মূল্য নেই । সে কারণে তৃণমূলে যোগদান করি। সব কাজে বাধাপ্রাপ্ত হতাম। বর্তমানে শাসকদলের বিধায়ক হওয়ায় সরকারি সমস্ত সমর্থন পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ, তা মানুষ সচক্ষে দেখছে ৷ সেই সমস্ত কাজের কথা তুলে ধরেই মানুষের কাছে প্রচার করছি।"
পঞ্চায়েতের টিকিট বিতরণ নিয়ে বাইরন বিশ্বাস বলেন, "পঞ্চায়েতের টিকিট বিতরণের বিষয় নিয়ে ভুল কথা প্রচারিত হয়েছে । 70 থেকে 80 শতাংশ টিকিট বিতরণের যে কথা উঠে এসেছে, তা একদমই সত্যি নয় ৷ 40 শতাংশ টিকিট বিতরণ হয়েছে এবং বাকিটা স্বচ্ছভাবেই নির্বাচন হবে। আশা করছি তৃণমূলের এবারও ভালো ফলাফল হবে।"