বহরমপুর, 23 ফেব্রুয়ারি : ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে এখন সাজসাজ রব৷ অতিথি তথা "ভালো বন্ধু"-র আপ্য়ায়নে কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রধানমন্ত্রীও৷ কেন্দ্রের এহেন প্রস্তুতিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । বলেন, 'মোগ্যাম্বো'-কে খুশি করার জন্য় কেন্দ্র সবকিছু করছে ৷"
অ্যামেরিকার প্রেসিডেন্টকে মোগ্যাম্বো বলে সম্বোধন করে আগাগোড়া মোদি সরকারকে আক্রমণ করেন তিনি । মনে করিয়ে দেন, 'মি. ইন্ডিয়া' ছবির অমরিশ পুরী অভিনীত খলনায়ক চরিত্র 'মোগ্যাম্বো'-র কথা । একটি সংবাদসংস্থাকে অধীর চৌধুরি বলেন, "রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচের কী প্রয়োজন? যে সব মানুষ বস্তিতে রয়েছেন, ট্রাম্পকে খুশি করার জন্য় তাঁদের লুকোতে বাধ্য় করা হচ্ছে৷ এটা কি ঠিক হচ্ছে? মোদি গুজরাতকে একটি মডেল হিসেবে তৈরি করেছিলেন৷ কিন্তু গরিব লোকেরা এখানে শোষিত হচ্ছেন । যেন, মোগ্যাম্বোকে খুশি করার জন্য আমরা যা কিছু করতে প্রস্তুত । আমরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব ।"