পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Death Certificate : জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে টাকা হাতালেন স্ত্রী, সৌদি থেকে ফিরে কপালে হাত স্বামীর

স্বামীর নামে জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে তাঁর সমস্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে (Fake Death Certificate) । সদ্য সৌদি আরব থেকে ফেরা স্বামী এখন একের পর এক প্রশাসনিক দফতরের অভিযোগ জানাচ্ছেন ৷

Fake Death Certificate
জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে টাকা হাতালো স্ত্রী

By

Published : Jun 23, 2022, 10:29 PM IST

বড়ঞা, 23 জুন : স্ত্রীর কাছে প্রতারিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন স্বামী । স্বামীর নামে জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে তাঁর নামে থাকা প্রায় 26 লক্ষ টাকা-সহ সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে (Fake Death Certificate)। অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি অঞ্চলের কুমড়ায় গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ কর্মসূত্রে 2017 সালে সৌদি আরবে যান ৷ ফিরে আসেন আজ থেকে কয়েক মাস আগে । বাড়ি ফিরেই নুরজামাল শেখ তাঁর জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়েই দেখেন তাঁর টাকা নেই । ব্যাংক ম্যানেজারদের কথায়, নুরজামালবাবুর নাকি মৃত্যু হয়েছে অনেকদিন আগেই, তাই তাঁর স্ত্রী নমিনি থাকার সুবাদে তাঁর মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে তাঁর নামে থাকা জমানো সমস্ত টাকা আগেই ব্যাংক থেকে তুলে নিয়েছে আর এই কথা শুনেই কার্যত কপালে হাত নুরজামালের ।

নুরজামালের দাবি, তাঁর স্ত্রী শাহিনা খাতুন পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাঁর নামে জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়েছেন ৷ তারপরে ব্যাংকের সমস্ত টাকা, পলিসি-র টাকা-সহ তাঁর সম্পত্তি নিজের নামে করে নিয়ে আত্মসাৎ করছেন । আর এই অভিযোগ কার্যত লিখিতভাবে তিনি একের পর এক প্রশাসনিক দফতরের জানিয়েও কোনও সুরাহা পাচ্ছেন না বলে দাবি জানান নুরজামাল ৷

জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে টাকা হাতালো স্ত্রী

আরও পড়ুন :"স্বামী-ছেলের কাছে ফিরতে চাই", দুবাইয়ে প্রতারিত বারাসতের যুবতি

পাশাপাশি অভিযুক্ত স্ত্রী শাহিনা খাতুন-সহ তার পরিবারের লোকজন এখনও পুলিশের কাছে অধরা ৷ তাড়াতাড়ি যাতে অভিযুক্ত ওই মহিলা-সহ তার পরিবারের লোকজনকে গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে বড়ঞা থানার দ্বারস্থ হন সদ্য সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ ।

ABOUT THE AUTHOR

...view details