পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাকির হোসেনের উপর বোমা হামলা, গুরুতর জখম মন্ত্রী - West Bengal Minister Jakir Hossian severely injured

বোমার সপ্লিন্টারে জখম শ্রম প্রতিমন্ত্রী । প্রথমে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে শারীরিক অবস্থার অবনতির কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

জাকির হোসেন
জাকির হোসেন

By

Published : Feb 17, 2021, 11:04 PM IST

Updated : Feb 18, 2021, 8:40 AM IST

মুর্শিদাবাদ, 17 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার অভিযোগ । ঘটনায় গুরুতর জখম হয়েছেন মন্ত্রী । তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতকাল রাতে কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন তিনি । স্টেশনে গাড়ি থেকে নামার পরেই তাঁর উপর বোমা হামলা করা হয় বলে অভিযোগ । বোমার সপ্লিন্টারে জখম শ্রম প্রতিমন্ত্রী । তাঁকে সঙ্গে সঙ্গে মহিষাইল গ্রামীণ হাসপাতালে আনা হলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । সূত্রের খবর, বোমায় মন্ত্রীর পা গুরুতরভাবে জখম হয়েছে । জাকির হোসেনের বেশ কয়েকজন অনুগামীও জখম হয়েছেন । তাঁদেরকেও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম 1

তবে কে বা কারা বোমা ছুঁড়েছিল এখনও স্পষ্ট নয় । কী কারণেই বা বোমা ছোড়া হয়েছিল তাও স্পষ্ট নয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

অনেকের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বোমা হামলা চালানো হয়েছে । বোমা হামলার প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, " জাকির হোসেন শুধুমাত্র একজন মন্ত্রীই নন, তিনি জেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । আজ জেলা পরিষদের বৈঠকে আমার সঙ্গে ছিলেন তিনি । আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশে অংশগ্রহণ করার জন্য ট্রেন ধরতে কলকাতায় যাচ্ছিলেন । কারা এই ধরনের কাজ করল, তা এখনও বোঝা যাচ্ছে না । কে বা কারা এই ধরনের কাজ করেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য পুলিশ সুপারকে জানিয়েছি ।"

জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমা, গুরুতর জখম মন্ত্রী

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও । তাঁর অনুমান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁর উপর হামলা হয়েছে । এই বিষয়ে তিনি বলেন, " তৃণমূলের সঙ্গে আমার মতভেদ রয়েছে ঠিকই । কিন্তু, তিনি একজন অত্যন্ত ভদ্র ও নিরীহ মানুষ । তৃণমূলে যোগদান করার পর থেকে তাঁর জীবনে অশান্তি শুরু হয় । তৃণমূলে আগে যারা টাকা সরবরাহ করত, অর্থাৎ গোরু পাচারকারীদের তাঁর উপর যথেষ্ট আক্রোশ ছিল । এরা জাকিরকে শত্রু বলে মনে করত । এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে । এই ঘটনায় সত্যিই আমি খুব ব্যথিত । পুলিশকে নিরপেক্ষ আবেদনের দাবি জানাচ্ছি ।

Last Updated : Feb 18, 2021, 8:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details