মুর্শিদাবাদ, 17 মার্চ : এক সময় এই রাজবাড়িতেই জলসাঘর ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায় । এছাড়া দেবী, সমাপ্তি, তিনকন্যার দৃশ্যায়ন ফুটে উঠেছে এই রাজবাড়িকে কেন্দ্র করে । অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সামশেরগঞ্জের নিমতিতা রাজবাড়ির সঙ্গে । স্থাপত্য ও সংস্কৃতির নিদর্শন সেই রাজবাড়ি আজ অবহেলায় ধুঁকছে ।
ঐতিহ্যবাহী নিমতিতা রাজবাড়ি সরকারিভাবে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পরিদর্শন করল পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল (West Bengal Heritage Commission visit Nimtita Rajbari) । বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ নিমতিতা রাজবাড়ি পরিদর্শন করে হেরিটেজ কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল । ছিলেন হেরিটেজ কমিশনের ওএসডি ড. বাসুদেব মালিক ও জুলফিকার আলি । রাজবাড়ি চত্বর ঘুরে দেখার পাশাপাশি আগামিদিনে এই বাড়ি কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হেরিটেজ কমিশনের সদস্যরা ।