সুতি, 24 ফেব্রুয়ারি : ফের তৃণমূল ছাড়লেন এক নেতা ৷ আজ সকালে সাংবাদিক বৈঠক ডেকে তিনি দলত্যাগের কথা ঘোষণা করেন সুতি-2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাসাদুল হক ওরফে পিকু মাস্টার । শুভেন্দু ঘনিষ্ঠ পিকু বিজেপিতেই যোগদান করবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে ৷
2015 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মাসাদুল হক ৷ কিন্তু কয়েক মাস ধরেই 'বেসুরো' তিনি ৷ দল নাকি তাঁকে গুরুত্ব দিচ্ছিল না ৷ তার ভিত্তিতেই আজ সকালে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে নিজের অনুগামীদের নিয়ে দল ছাড়েন তিনি ৷ ইতিমধ্যেই দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ তাঁদের পিকু মাস্টার যে দলে যাবেন , তাঁরাও সেই দলে যাবেন বলে জানিয়েছেন পিকু মাস্টারের অনুগামীরা ৷