পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দল ছাড়লেন বেসুরো তৃণমূল নেতা - মুর্শিদাবাদ

দল থেকে দলবদল ৷ বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূল ছাড়লেন সুতি-2 পঞ্চায়েতের সহ-সভাপতি মাসাদুল হক ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতেই যোগদান করবেন শুভেন্দু ঘনিষ্ঠ মাসাদুল ৷ এমনটাই দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের ৷

মাসাদুল হক
মাসাদুল হক

By

Published : Feb 24, 2021, 1:40 PM IST

সুতি, 24 ফেব্রুয়ারি : ফের তৃণমূল ছাড়লেন এক নেতা ৷ আজ সকালে সাংবাদিক বৈঠক ডেকে তিনি দলত্যাগের কথা ঘোষণা করেন সুতি-2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাসাদুল হক ওরফে পিকু মাস্টার । শুভেন্দু ঘনিষ্ঠ পিকু বিজেপিতেই যোগদান করবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে ৷

তৃণমূল ছাড়লেন মাসাদুল হক

2015 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মাসাদুল হক ৷ কিন্তু কয়েক মাস ধরেই 'বেসুরো' তিনি ৷ দল নাকি তাঁকে গুরুত্ব দিচ্ছিল না ৷ তার ভিত্তিতেই আজ সকালে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে নিজের অনুগামীদের নিয়ে দল ছাড়েন তিনি ৷ ইতিমধ্যেই দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ তাঁদের পিকু মাস্টার যে দলে যাবেন , তাঁরাও সেই দলে যাবেন বলে জানিয়েছেন পিকু মাস্টারের অনুগামীরা ৷

আরও পড়ুন :রাতভর জিজ্ঞাসাবাদে বিস্ফোরক পামেলা, আদালতে পেশ রাকেশকে

বিজেপিতে যোগদানের কানাঘুষো শোনা গেলেও , এ বিষয়ে মুখ খোলেননি তিনি ৷ তবে সূত্রের খবর , আগামী 26 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের লালবাগে সভা করতে আসবেন শুভেন্দু অধিকারী ৷ সেদিনই তিনি বিজেপিতে যোগ দেবেন ৷

কিছুদিন আগেই তৃণমূল ছেড়েছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি ৷ এরপর সহ সভাপতির দল ছাড়ায় দলের অন্দরেই চাপানউতোর শুরু হয়েছে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলবদলের জেরে তৃণমূল রাজনৈতিক জমি হারাচ্ছে ৷ এ বিষয়ে দ্বিমত পোষণ করতে নারাজ বিরোধী দলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details