পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেলেনি টিকিট, রাজনীতি ছাড়ার ঘোষণা বড়ঞার বিদায়ী কংগ্রেস বিধায়কের

দল ছাড়লেন বড়ঞার বিদায়ী কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক ৷ কোনও রাজনৈতিক কারণে নয়, বরং ব্যক্তিগত কারণেই তিনি দলত্যাগ করেছেন বলে জানিয়েছেন ৷

প্রতিমা রজক ও শিলাদিত্য হালদার
প্রতিমা রজক ও শিলাদিত্য হালদার

By

Published : Mar 16, 2021, 1:43 PM IST

বড়ঞা , 16 মার্চ : কংগ্রেস ছাড়লেন বড়ঞার বিদায়ী বিধায়ক প্রতিমা রজক ৷ যার জেরে জল্পনা শুরু হয়েছে ৷ টিকিট না মেলায় তিনি কি দল ছাড়লেন ? নাকি অন্য দলে নাম লেখাতে চলেছেন ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রতিমার জবাব, "ব্যক্তিগত কারণে দল ছেড়েছি ৷ " এমনকি তিনি রাজনীতিও ছাড়ার কথা ঘোষণা করেন ৷

মুর্শিদাবাদের বড়ঞার বিধানসভা কেন্দ্রের এবার কংগ্রেস প্রার্থী হয়েছেন শিলাদিত্য হালদার ৷ অন্যদিকে পরপর দু'বার বড়ঞা থেকে নির্বাচনে জয়ী হয়েছেন প্রতিমা রজক ৷ এই পরিস্থিতিতে তাঁর দলত্যাগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার টিকিট না পেয়ে তাঁর গোঁসা হয়েছে ?

কংগ্রেস ছাড়লেন বড়ঞার বিধায়িকা প্রতিমা রজক

সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমা রজক বললেন, " কংগ্রেস আমাকে প্রার্থী করেনি, সেজন্য আমার কোনও ক্ষোভ নেই ৷ কংগ্রেস আমাকে দু'বার টিকিট দিয়েছিল ৷ দু'বারই আমি জিতেছি ৷ যদি টিকিট না পাওয়ার ক্ষোভ থাকত, তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতাম ৷ "

আরও পড়ুন :সংবিধান ভেঙে বিজেপি প্রার্থী ! স্বপন দাশগুপ্তের সাংসদ পদ বাতিলের দাবি মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details