পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি পাড়ুইয়ে - পাকা সেতু না হলে ভোট বয়কটের দাবি পাঁড়ুইয়ের গ্রামবাসীর

পাকা সেতু নির্মাণের দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ দেখাল পাড়ুই থানার সেহালাই গ্রামের মানুষরা ৷ তাদের হুঁশিয়ারি, পাকা সেতু নির্মিত না হলে 8 টি গ্রাম ভোট বয়কট করবে ৷

পাকা সেতু না হলে ভোট বয়কটের দাবি পাঁড়ুইয়ের গ্রামবাসীর
পাকা সেতু না হলে ভোট বয়কটের দাবি পাঁড়ুইয়ের গ্রামবাসীর

By

Published : Feb 15, 2021, 4:10 PM IST

পাড়ুই, 15 ফেব্রুয়ারি : ভোট বয়কটের হঁশিয়ারি দেওয়া পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী ৷ পাড়ুই থানার সেহালাই গ্রামের ঘটনা ৷ তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে কোপাই নদীর উপর পাকা সেতু না হলে 8 টি গ্রামের কেউই ভোট দেবে না ৷

কোপাই নদীর উপর একটি নড়বড়ে বাঁশের সেতু রয়েছে ৷ তার উপর দিয়ে চলে পারাপার ৷ সেহালাই সহ দর্পশীলা, গদাধরপুর, বিদ্যাধরপুর, সরপুকুর ডাঙ্গাসহ প্রায় 8 টি গ্রামের মানুষের এই অস্থায়ী সাঁকোই ভরসা ৷ অভিযোগ, এই অস্থায়ী সেতুকে পাকা সেতু করে দেওয়ার আর্জি জানালেও প্রশাসন কোনও গুরুত্ব দেয়নি ৷ তারই প্রতিবাদে এদিন 8টি গ্রামের প্রায় সাড়ে 8 হাজার গ্রামবাসী পোস্টার হাতে বিক্ষোভ শুরু করে ৷

পোস্টার নিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

আরও পড়ুন :বাম নেতার মৃত্যু: চাপের মুখে মর্গ থেকে সশস্ত্রবাহিনীকে সরাল লালবাজার

এক বিক্ষোভকারীর বক্তব্য, অবিলম্বে পাকা সেতু নির্মিত না হলে প্রায় 1200 জন ভোটার ভোট বয়কট করবে ৷ বিধানসভা নির্বাচনের আগে এভাবে পুরো একটা গ্রামের ভোট বয়কটের ঘটনা এই প্রথম ৷

ABOUT THE AUTHOR

...view details