বহরমপুর, 27 ফেব্রুয়ারি : বিবেক দুবেকে ফের পর্যবেক্ষক হিসাবে বাংলায় পাঠানোয় অখুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এবার আমাদের অভিযোগে গুরুত্ব দেওয়া না হলে আমরা মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।" এর আগে বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের সততা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অধীর।
2019 লোকসভা নির্বাচনে বিবেক দুবেকে এরাজ্য়ের পর্যবেক্ষক হিসাবে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় পর্যবেক্ষকের সঙ্গে অধীর চৌধুরির সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে চলে এসেছিল। ফের বিধানসভা নির্বাচনে বিবেক দুবেকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানোয় চরম অখুশি অধীর।
জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "লোকসভা নির্বাচনে আমাদের কোনও অভিযোগই গুরুত্ব দেননি বিবেক দুবে। তখনও আমরা বিবেক দুবের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছিলাম মুখ্য নির্বাচন কমিশনে। তাঁকে ফের কেন এই রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে জানি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। লোকসভা ভোটে আমাদের কোনও অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি। আমরা সমস্যায় পড়েছিলাম, নিরাশ হয়েছিলাম। এবার আমাদের অভিযোগ গুরুত্ব না দিলে, আমাদের সহযোগিতা না করলে মুখ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।"
এদিকে গতকাল ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। আট দফা ভোট করা নিয়ে কমিশনের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। প্রশ্ন তোলেন, মোদি-অমিত শাহের নির্দেশেই ভোটের দিনক্ষণ করা হয়েছে কি না। যদিও কংগ্রেস বা বামের তরফে ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি তোলা হয়নি।