মুর্শিদাবাদ, 15 মার্চ : অধীর গড়ে বিজেপিতে যোগ চারশো পরিবারের ৷ বহরমপুরে বিধানসভা নির্বাচন। আর তার আগে অধীর গড়ে থাবা বসালো গেরুয়া শিবির। বহরমপুর বিধানসভার মণীন্দ্রনগর অঞ্চল থেকে চারশো পরিবার যোগদান করল বিজেপিতে । যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। গৌরিশঙ্কর ঘোষের দাবি, সোনার বাংলা গড়তে এই চারশো পরিবার বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে । নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপি তত শক্তিশালী হবে বলেও দাবি জেলা সভাপতির।
অধীর গড়ে বিজেপিতে যোগদান 400 পরিবারের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
বহরমপুর বিধানসভায় এবার কংগ্রেসের ভোট কাটতে আসরে নামল জেলা বিজেপি নেতৃত্ব ৷ মুর্শিদাবাদের বিজেপি সভাপতি গৌরিশঙ্কর ঘোষের হাত ধরে প্রায় 400 পরিবার গেরুয়া শিবিরে যোগ দিল ৷
এদিন কাশিমবাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানেই এই মহা যোগদান মেলার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে হাজির হয়ে মণিন্দ্রনগর পঞ্চায়েতের চারশো পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেয় । নির্বাচনের আগে এই দলবদল অধীর গড়ে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কারণ এই পরিবারগুলির কয়েক হাজার ভোট এতদিন কংগ্রেসের ছিল ৷
আরও পড়ুন : তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি
2016 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 92 হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী । বিজেপি প্রার্থী মালা ভট্টাচার্য্য মাত্র 19 হাজার ভোট পেয়েছিলেন । এবারও মনোজ চক্রবর্তীকেই প্রার্থী করেছে কংগ্রেস । বিজেপির দাবি গত পাঁচ বছরে বহরমপুর কেন্দ্রে অনেক রদবদল হয়েছে । এবার বিজেপিকেই অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবছে কংগ্রেস। ফলে নির্বাচনের আগে অধীর গড়ে দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷