মুর্শিদাবাদ, 16 মার্চ : নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ৷ আর এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে একে পর এক উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্র ৷ এবার জঙ্গিপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের 3 বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ ৷ মুর্শিদাবাদ এবং মালদা পুলিশের যৌথ অভিযানে ওই তিন বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগাজ়িন, নগদ কয়েক হাজার টাকা ও 260 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৷
নির্বাচনের মুখে রাজ্য এমনিতেই নিরাপত্তার কড়াকড়ি ৷ রোজ কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, বেহিসেবি টাকা এমনকি বিস্ফোরক ৷ এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গতকাল রাতে বিহারের তিন বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদ এবং মালদা পুলিশ যৌথ অভিযানে এই চক্রটিকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের নাম রাকেশ কুমার, কংগ্রেস সিং, মুরসেদ আলম ৷ এরা সবাই বিহারের খাগাড়িয়া জেলার বাসিন্দা ৷