পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়লাকাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবি অধীর - TMC

তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও তার শ্যলিকাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ সে প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরির মন্তব্য ,"এতে অবাক হওয়ার কিছু নেই ৷ বাংলার শাসক দলের বড় বড় প্রশাসনিক নেতারা কয়লা পাচার , গরু পাচার, বালি পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ৷"

অধীর চৌধুরি
অধীর চৌধুরি

By

Published : Feb 21, 2021, 5:14 PM IST

বহরমপুর , 21 ফেব্রুয়ারি : "যদি কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকে , তাহলে সিবিআই তদন্ত হবে ৷ এতে অবাক হওয়ার কিছু নেই ৷ শুধু এটাই দেখার যাতে নিরপেক্ষ তদন্ত হয় ৷ " কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআইয়ের নোটিশ পাঠানো নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এমনটাই দাবি ৷

কয়লাকাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবি অধীর চৌধুরির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের নোটিশ পাঠানো নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি ৷ বিধানসভা নির্বাচনী প্রচারে শাসকদলকে গরু পাচার, কয়লা পাচারকাণ্ডে জড়িত বলে প্রায় প্রতিদিনই তুলোধনা করে বিরোধী শিবির ৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন," বাংলার সবাই জানে তৃণমূলের বড় বড় প্রশাসনিক নেতারা বালি পাচার, কয়লা পাচার, গোরু পাচার কাণ্ডে জড়িত ৷ তাই সিবিআই, তদন্তের স্বার্থে নোটিশ পাঠাতেই পারে ৷ শুধু এটাই দেখার যাতে অপরাধীরা নিষ্কৃতী না পায় ৷ "

আরও পড়ুন :অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে স্ত্রী-শালিকাকে

প্রসঙ্গত, আজ দুপুরে কয়লাকাণ্ডে নোটিশ দিতে তৃণমূল যুব সভাপতির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকাকে নোটিস দিয়েছে সিবিআই । মঙ্গলবার অভিষেকের স্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details