বহরমপুর, 12 ফেব্রুয়ারি : বহরমপুর পৌরসভায় কংগ্রেস কর্মীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (Miscreants Threatening to Congress Leader in Baharampur) ৷ দুষ্কৃতীরা শূন্যে 2 রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ ৷ বহরমপুর পৌরসভায় 2 নং ওয়ার্ডে কংগ্রেসের সভাপতি রঞ্জন ঘোষকে প্রচারে না বেরনোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ শুক্রবার রাত 10টা নাগাদ কাশিমবাজার এলাকায় 2 নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বহরমপুর কংগ্রেস নেতৃত্ব ৷
অধীর-গড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ৷ পরপর তিনদিন কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ৷ আর শুক্রবার রাত দশটা নাগাদ বহরমপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের কংগ্রেস সভাপতি রঞ্জন ঘোষের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 2 নং ওয়ার্ডে প্রচারে না বেরতে হুমকি দেওয়া হয় ৷ প্রচারে বেরলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ৷ যে ঘটনায় কংগ্রেস কর্মীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে ৷ রঞ্জন ঘোষের স্ত্রী তাঁকে প্রচারে যেতে দেবেন না বলে জানিয়েছেন ৷