পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Flood Like Situation in Murshidabad: পাহাড়ি গুমানি নদীর জলের তোড়ে বিচ্ছিন্ন জাতীয় সড়ক - জলমগ্ন জাতীয় সড়ক

পাহাড়ি গুমানি নদীর জলের তোড়ে বিচ্ছিন্ন জাতীয় সড়ক ৷ বৃষ্টি না কমলে গুমানি নদীর জলে নিশিন্দ্রা-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ম হওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসন সূত্রের খবর, প্রায় চার-পাঁচ ফুট উচ্চতায় জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 7:46 AM IST

Updated : Sep 25, 2023, 9:10 AM IST

মুর্শিদাবাদ, 25 সেপ্টেম্বর:প্রতি বছরের মতো এবারও পাহাড়ি গুমানি নদীর জলের তোড়ে ভেসে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাঁটান গ্রামের রাস্তা। ঝাড়খন্ডের পাহাড়ি নদী গুমানি নদীর জলের তোড়ে বিপর্যস্ত 80 নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। ইতিমধ্যেই 34 নম্বর ও 80 নম্বর জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

বিগত দু’দিন ধরে ঝাড়খন্ডে প্রবল বৃষ্টি হওয়ায় ফুঁসছে গুমানি নদী। এর জেরে জাতীয় সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। নিশিন্দ্রা কাটানের দু’পাড়ে দাঁড়িয়ে বহু গাড়ি ৷ ঝাড়খন্ডের অন্যতম যোগাযোগের মাধ্যম ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। যাতায়াতের জন্য বাসিন্দারা একাধিকবার সেতু তৈরির দাবি জানালেও কোনও সুরাহা হয়নি ৷ তার জেরেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। শাসক দলের বিধায়ক মণিরুল নির্বাচনে জয়ের পরই নিশিন্দ্রা কাটানের ব্রিজ তৈরি করে দেওয়ায় প্রতিশ্রুতি দিলেও, তার বাস্তবায়িত হয়নি । বাসিন্দাদের অভিযোগ, মুখ ফিরিয়ে নিয়েছেন তিনিও। বছরের পর বছর নেতাদের আশ্বাস, প্রতিশ্রুতি আর পরিদর্শন হলেও সেতু তৈরির জন্য কোনও উদ্যোগ গ্রহন হয়নি ৷

আরও পড়ুন:ভূমিধসের জেরে বিলাসপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়ক থেকে ফরাক্কা 34 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যাতায়াতে ভরসা এই নিশিন্দ্রা কাটানের রাস্তা। বৃষ্টিতে জলমগ্ন হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তা জলমগ্ন হওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আটকে পড়েছে পণ্যবাহী যানবাহনও। স্থানীয়দের দাবি, পাহাড়ে একটানা দু’দিন বৃষ্টি হলেই জাতীয় সড়কে জলমগ্ন হয়ে য়ায়। গুমানি নদীর জলে ভেসে যায় 80 নম্বর জাতীয় সড়ক। এই জলের তোড়ে জাতীয় সড়কের একাংশ ভেঙে যাওয়ায় জাতীয় সড়কে চার-পাঁচ ফুট উচ্চতা দিয়ে জল বইছে তীব্র গতিতে । বৃষ্টি না কমলে গুমানি নদীর জলে নিশিন্দ্রা-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ম হওয়ায় আশঙ্কা করছে প্রশাসন।

Last Updated : Sep 25, 2023, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details