মুর্শিদাবাদ, 25 সেপ্টেম্বর:প্রতি বছরের মতো এবারও পাহাড়ি গুমানি নদীর জলের তোড়ে ভেসে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাঁটান গ্রামের রাস্তা। ঝাড়খন্ডের পাহাড়ি নদী গুমানি নদীর জলের তোড়ে বিপর্যস্ত 80 নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। ইতিমধ্যেই 34 নম্বর ও 80 নম্বর জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
বিগত দু’দিন ধরে ঝাড়খন্ডে প্রবল বৃষ্টি হওয়ায় ফুঁসছে গুমানি নদী। এর জেরে জাতীয় সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। নিশিন্দ্রা কাটানের দু’পাড়ে দাঁড়িয়ে বহু গাড়ি ৷ ঝাড়খন্ডের অন্যতম যোগাযোগের মাধ্যম ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। যাতায়াতের জন্য বাসিন্দারা একাধিকবার সেতু তৈরির দাবি জানালেও কোনও সুরাহা হয়নি ৷ তার জেরেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। শাসক দলের বিধায়ক মণিরুল নির্বাচনে জয়ের পরই নিশিন্দ্রা কাটানের ব্রিজ তৈরি করে দেওয়ায় প্রতিশ্রুতি দিলেও, তার বাস্তবায়িত হয়নি । বাসিন্দাদের অভিযোগ, মুখ ফিরিয়ে নিয়েছেন তিনিও। বছরের পর বছর নেতাদের আশ্বাস, প্রতিশ্রুতি আর পরিদর্শন হলেও সেতু তৈরির জন্য কোনও উদ্যোগ গ্রহন হয়নি ৷