পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হড়পা বানে জলের তলায় নিশিন্দ্রা কাটানের রাস্তা - national highway

হড়পা বানে নিমজ্জিত জাতীয় সড়কের যোগাযোগস্থল ফারাক্কার নিশিন্দ্রা কাটান । এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়খণ্ড-বাংলার । যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয় বহু গাড়ি ৷ এর ফলে বহু মানুষের রুজি রোজগারে টান পড়ছে । সংসার চালাতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ।

হড়কা বানে বেহাল দশা ফারাক্কার নিশিন্দ্রা কাটান
হড়কা বানে বেহাল দশা ফারাক্কার নিশিন্দ্রা কাটান

By

Published : May 30, 2021, 5:39 PM IST

মুর্শিদাবাদ, 30 মে : হড়পা বানে বেহাল দশায় মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটান । ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা । শনিবার বেলা গড়তেই জলের তলায় তলিয়ে যায় নিশিন্দ্রা কাটানের রাস্তা । ফলে বিছিন্ন হয়ে পড়ে ফরাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার যোগাযোগের ব্যবস্থা । মূলত মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার এনএইচ 80টির সঙ্গে যোগাযোগর প্রধান রাস্তা এই নিশিন্দ্রা কাটানোর রাস্তা । ঝাড়খণ্ড থেকে নিশিন্দ্রা কাটান হয়ে প্রতিদিন হাজার হাজার পণ্য বোঝায় গাড়ি চলাচল করে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নিশিন্দা কাটানের জন্য মানুষ ভুক্তভোগী হচ্ছে । তাদের দাবি, এই নিশিন্দ্রা কাটানে একটি ব্রিজের ব্যাবস্থা হোক । দীর্ঘদিনের মানুষের চাহিদা থাকা সত্ত্বেও এখনও কোন ব্রিজ না হওয়ার কারণে প্রত্যেক বছর বর্ষায় পাহাড়ি জল নামে । তার জন্য সমস্যায় পড়ে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা । যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয় বহু গাড়ি । তাতে বহু মানুষের রুজি রোজগারে টান পড়ে, সংসার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

হড়কা বানে বেহাল দশা ফারাক্কার নিশিন্দ্রা কাটান

আরও পড়ুন...ফেসবুকে অভিযোগ পেয়ে ব্যারাকপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজ

এই মুহূর্তে গাড়ি চালকরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি পারাপার করছে । তারই মধ্যে একটি লরি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে মাঝ পথে জলের স্রোতে আটকে যায় । যদি জল বাড়তে থাকে তাহলে রাস্তা জলের স্রোতে তলিয়ে গেলে তারা আর ঝাড়খণ্ড যেতে পারবে না ।

ABOUT THE AUTHOR

...view details