ভগবানগোলা, 23 এপ্রিল : তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হল এক ভোটারের । নাম টিয়ারুল কালাম। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট চিরে দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ভগবানগোলা থানার রানিতলার ।
দু'পক্ষের সংঘর্ষ ; তৃণমূল কর্মীদের অস্ত্রের কোপে মৃত্যু ভোটারের - election
রাস্তায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রসের সংঘর্ষ চলছিল। সেইসময় ভোট দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দা টিয়ারুল কালাম (52)। পরে তাঁর মৃত্যু হয় ।
মৃত
সকালে টিয়ারুল ভোট দিতে যান । টিয়ারুলের সঙ্গে ছিলেন তাঁর ছেলে । তিনি বলেন, "দু'পক্ষের সংঘর্ষের মাঝে আমরা পড়ে যাই। আব্বার পেটে হাঁসুয়ার কোপ মারে তৃণমূল কর্মীরা ।" টিয়ারুলকে প্রথমে রানিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় । মেডিকেলের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
Last Updated : Apr 23, 2019, 4:15 PM IST