ফরাক্কা, 10 জুলাই:হাতা-খুন্তির বদলে ধরেছেন চক-ডাস্টার ৷ তবে তাতেও যে সমান সাবলীল তিনি । যা ভা ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে ৷ পেশায় প্রাথমিক স্কুলের মিড-মিলের রাঁধুনিকে এমনভাবে দেখলে ভালো লাগার পাশাপাশি অবাক হবেন আপনিও । কী সুন্দর করে এক পড়ুয়াকে অঙ্ক শেখাচ্ছেন তিনি(Viral video of a primary school in Farakka)৷ মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল এমনই ছবি ৷
নাম বিশাখা পাল ৷ স্কুলের প্রায় 360 ছাত্র-ছাত্রী প্রতিদিন অপেক্ষা করে থাকে তাঁর হাতে তৈরি খাবারের অপেক্ষায় ৷ কিন্তু স্কুলের রান্নার মাসি বিশাখা পাল যে দারুণ অঙ্কও শেখাতে পারেন এটা কারও জানা ছিল না । বৃহস্পতিবার যখন চতুর্থ শ্রেণির পড়ুয়ারা ঠিকমতো অঙ্ক করতে না পেরে মাস্টারমশাইয়ের কাছে বকা খাচ্ছিল, সেই সময় তাদের অঙ্ক শেখাতে এগিয়ে আসেন বিশাখা পাল ।
আর সেই দৃশ্য নিজের মোবাইলে বন্দি করেন মাস্টারমশাই পরেশ দাস । পরে নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন রান্নার মাসির অঙ্ক শেখানোর সেই ভিডিয়ো । শুক্রবার সকাল থেকে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিশাখা পালের অঙ্ক শেখানোর সেই দৃশ্য । আর এই দৃশ্য দেখে নেটাগরিকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে ।
আরও পড়ুন :মুর্শিদাবাদে দুই শিক্ষকের বদলি ঘিরে পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল স্কুল
গত কয়েক বছর ধরে স্কুলের মিড-ডে মিল রান্নার সঙ্গে যুক্ত রয়েছেন বিশাখা পাল । আর্থিক কারণে দশম শ্রেণির বেশি পড়াশোনা করতে না-পারার দুঃখ আজও তাঁর মনের মধ্যে রয়ে গিয়েছে । তাই সময়-সুযোগ পেলেই স্কুলে রান্নার ফাঁকে তিনি বিভিন্ন ক্লাসরুমের দোরগোড়ায় দাঁড়িয়ে শুনতে থাকেন শিক্ষকদের পড়ানো ।
ফরাক্কার একটি প্রাথমিক স্কুলে অঙ্কের ক্লাস নিচ্ছেন মিড-ডে মিলের রাঁধুনি এই বিষয়ে শিক্ষক পরেশ দাস বলেন,"বৃহস্পতিবার আমি যখন চতুর্থ শ্রেণির অঙ্কের ক্লাস নিচ্ছিলাম সেই সময় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী অঙ্কগুলো করতে পারছিল না । হঠাৎই রান্নার মাসি বিশাখা পাল আমাদের ঘরে ঢুকে আমার কাছ থেকে চক-ডাস্টার নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে অঙ্ক শেখাবেন বলে আবদার করেন । আমি তাঁকে নিরুৎসাহিত করতে চাইনি । চক-ডাস্টার হাতে ধরিয়ে দিয়ে দেখতে চাইলাম তিনি কেমন অঙ্ক করান । আর নিজের মোবাইলে গোটা দৃশ্যটা তুলে রাখি । আমাকে অবাক করে দিয়ে বিশাখাদেবী সবকটি অঙ্ক ঠিক করেন এবং তাঁর অনন্য ভঙ্গিতে অঙ্কগুলো শিখিয়ে ছাত্র-ছাত্রীদেরও উৎসাহিত করেন । তাই কিছুটা অন্যরকমভাবে পুরস্কৃত করার ভাবনা থেকে তাঁর অঙ্ক শেখানোর ভিডিয়ো নিজের ফেসবুক পেজে তুলে দিই । আমি জানতাম না সেটি ভাইরাল হবে ।"
আরও পড়ুন :30 ঘণ্টা পর উদ্ধার স্কুলে আটকে পড়া ছাত্রী
খোদ অঙ্ক শিক্ষিকা জিজ্ঞাসা করতেই লাজুক মুখে বিশাখা পাল বলেন,"সংসার চালানোর জন্য আমি রান্নার কাজ করি ৷ কিন্তু পড়াশোনা করার অদম্য ইচ্ছা আজও মনে রয়ে গিয়েছে । এক সময়ের স্কুলের শিক্ষকদের কাছে যে অঙ্কগুলো শিখেছিলাম সেগুলোই কাল স্কুলের ছাত্র-ছাত্রীদের শিখিয়েছি । আমার শেখানো থেকে যদি ছাত্র-ছাত্রীরা লাভবান হয় তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব ।" ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"একজন রান্নার মাসির অঙ্ক শেখানোর দৃশ্য প্রমাণ করে শেষ বলে কিছু হয় না । আমি খুব শীঘ্র উনাকে আমার অফিসে ডেকে সংবর্ধনা দেব ।"
আরও পড়ুন :বোরখা পরে গার্লস হস্টেলে প্রেমিকা সাক্ষাতে যুবক, ধরা পড়তেই জুটল মার