পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Threat Call of Panchayat Pradhan: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে বাড়ি ছাড়ার হুমকি পঞ্চায়েত প্রধানের, ভাইরাল অডিয়ো - Murshidabad News

শিক্ষককে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বললেন পঞ্চায়েত প্রধান ৷ কারণ হিসেবে কী বললেন তিনি ? কেন এই হুমকি ?

Etv Bharat
শিক্ষক ও পঞ্চায়েত প্রধান

By

Published : May 4, 2023, 10:31 PM IST

ভাইরাল অডিয়ো

রানিনগর, 4 মে:"আমি প্রধান হিসেবে বলছি, আপনি এলাকায় নোংরামি করছেন । আপনার মতো শিক্ষিত লোক আমার এলাকায় দরকার নেই । চুপচাপ ডোমকল চলে যান ।" রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষককে এভাবেই রানিনগরের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত প্রধান । ভাইরাল হল সেই ফোন কল ।

যেখানে শোনা যাচ্ছে দু'জনের গলা ৷ একদিকে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান ও অন্যদিকে, মালিবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম । মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকার মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিক্ষক আতাউর রহমান । ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি । তাঁর পরিবারের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ওই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করা হয় রানিনগর থানায় । সাত দিন ধরে বাড়ি ছাড়া প্রধান শিক্ষক আতাউর রহমান । এর মধ্যেই ভাইরাল হয়েছে তৃণমূল প্রধানের হুমকি কল । ফোনে গালিগালাজ করতেও শোনা গিয়েছে পঞ্চায়েত প্রধানকে । ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায় ।

মালিবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম স্বীকার করেছেন, ওই কণ্ঠস্বর তারই । প্রাক্তন শিক্ষককে এলাকা ছেড়ে যেতে বলার পিছনে নানান যুক্তি পেশ করেছেন তিনি । প্রধানের দাবি, এলাকায় অশান্তি তৈরি করতে চাইছেন প্রাক্তন শিক্ষক ।

যদিও প্রাক্তন শিক্ষকের বক্তব্য, গত 25 এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি বাড়িতে ছিলেন । বাড়ির পাশেই হট্টগোলের আওয়াজ শুনতে পান । তার কিছুক্ষণ পরেই রানিনগর থানার এএসআই বাসুদেব ঘোষ হট্টগোলের স্থান পরিদর্শনে আসেন এবং শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় করে চলে যান । এরপর রাত 8টা নাগাদ প্রধান ফোন করে কুরুচিকর কথাবার্তা এবং গালিগালাজ শুরু করে । এমনকি পরিবেশ নষ্ট করছেন এমন মন্তব্য করে শিক্ষককে বাড়ি ছাড়তে বলেন প্রধান । এমতাবস্থায় বর্তমান পরিস্থিতিতে হুমকির জেরে তিনি বাড়ি ছাড়া । বিষয়টিকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে ।

আরও পড়ুন :চোরদের দল থেকে তাড়ানো হোক, ফিরহাদ হাকিমের সামনে বিস্ফোরক জাকির

ABOUT THE AUTHOR

...view details