রানিনগর, 4 মে:"আমি প্রধান হিসেবে বলছি, আপনি এলাকায় নোংরামি করছেন । আপনার মতো শিক্ষিত লোক আমার এলাকায় দরকার নেই । চুপচাপ ডোমকল চলে যান ।" রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষককে এভাবেই রানিনগরের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত প্রধান । ভাইরাল হল সেই ফোন কল ।
যেখানে শোনা যাচ্ছে দু'জনের গলা ৷ একদিকে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান ও অন্যদিকে, মালিবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম । মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকার মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিক্ষক আতাউর রহমান । ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি । তাঁর পরিবারের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ওই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করা হয় রানিনগর থানায় । সাত দিন ধরে বাড়ি ছাড়া প্রধান শিক্ষক আতাউর রহমান । এর মধ্যেই ভাইরাল হয়েছে তৃণমূল প্রধানের হুমকি কল । ফোনে গালিগালাজ করতেও শোনা গিয়েছে পঞ্চায়েত প্রধানকে । ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায় ।