ভগবানগোলা, 7 অক্টোবর : নাম নেই আবাস যোজনা প্রকল্পের তালিকায় । এরই প্রতিবাদে আজ BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অনেকে । ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুরের ঘটনা ৷
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার হাজরার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ, যাদের বাড়ি আছে কিংবা এর আগেও যারা এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পেয়েছে তাদের নাম ফের তালিকায় রয়েছে ৷ অথচ যাদের দরকার তারা বার বার বঞ্চিত হচ্ছে ৷