পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিয়াগঞ্জে

পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে হেমবাজার মোড়ে রাধিকাপুর-কালিয়াগঞ্জ রাস্তা অবরোধ গ্রামের বাসিন্দাদের । পুলিশ এবং ব্লক প্রশাসনের তরফে রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হলেও তারা অবরোধ ওঠাতে চায়নি ।

ছবি
ছবি

By

Published : Jan 6, 2021, 1:54 PM IST

রায়গঞ্জ, ৬ জানুয়ারি : পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে হেমবাজার মোড়ে রাধিকাপুর-কালিয়াগঞ্জ রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা । ঘটনাস্থানে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌঁছে রাস্তা তৈরির আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি।

কালিয়াগঞ্জ থানার হেমবাজার থেকে চোপড়া জোতজামাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভায়া পূর্বরামপুর ধনিপুকুর এস এস কে পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ পাকা রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । নির্বাচনে জয়ী হয়েও তপনবাবু সেই রাস্তা তৈরির কোনও উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ । গত দুর্গাপুজোর আগে এই রাস্তা তৈরির দাবিতে বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন।

সেই সময়ও বিধায়ক তপন দেবসিংহ আন্দোলনকারীদের কাছে পৌঁছে রাস্তা তৈরির আশ্বাস দেন । কয়েক মাস কেটে যাওয়ার পরও সেই তিন কিলোমিটার রাস্তা তৈরি না হওয়ায় আজ সকাল থেকে হেমবাজার মোড়ে রাধিকাপুর-কালিয়াগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং কালিয়াগঞ্জের বিডিও । পুলিশ এবং ব্লক প্রশাসনের তরফে রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হলেও তারা অবরোধ ওঠাতে চায়নি । তাঁদের দাবি, পদস্থ কর্তারা ঘটনাস্থানে পৌঁছে রাস্তা তৈরির আশ্বাস না দিলে আন্দোলন চালিয়ে যাবেন ।

ABOUT THE AUTHOR

...view details