মুর্শিদাবাদ, 22 মে: গ্রামে শিয়ালের আচমকা আক্রমণ ৷ আর সেই আক্রমণে গুরুতর জখম হলেন আট থেকে দশজন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত বালিয়া গ্রামে ৷ আহত ব্যক্তিদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাদের চিকিৎসা চলছে । বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
জানা গিয়েছে, এ দিন বালিয়া গ্রামের নদীর ধারের বেশ কিছু বাড়িতে কয়েকটি শিয়াল হামলা চালায়। বাড়ির উঠোনে বসে থাকা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ে । তার জেরেই গুরুতরভাবে জখম হয় একই গ্রামের ওই আট থেকে দশজন বাসিন্দা। এই ঘটনার পর বনদফতরের কাছে শিয়ালগুলিকে ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা । আহতদের বক্তব্য, তাঁরা সকলে উঠোনে বসেছিল ৷ কেউ আবার ঘরে ছিল । হঠাৎ করে বেশ কয়েকটা শিয়াল জঙ্গলের দিক থেকে এসে বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে । কোনও কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা চালায়। কারও পায়ে তো কারও বুকে কামড়ে দেয় শিয়ালগুলি। তাড়াতে গেলেও ঘুরে এসে আক্রমণ করে তারা । এভাবে একদল শিয়াল এসে কখনও এমনভাবে আক্রমণ করার অতীত রেকর্ড নেই বলে গ্রামবাসীরা জানিয়েছেন। আর তার ফলেই এখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন।