পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suspicion Of Witchcraft : ডাইনি সন্দেহে বেধড়ক মারধর, জোর করে মূত্রপান - Suspicion Of Witchcraft

ডাইনি সন্দেহে একই পরিবারের সকলকে গণধালোইয়ের পর পান করানো হল মূত্র ৷ এমনটাই অভিযোগ ওই এলাকার গ্রামবাসীদের বিরুদ্ধে (Suspicion Of Witchcraft in Raghunathganj) ৷

Murshidabad Crime News
কই পরিবারের সকলকে গণধালোইয়ের পর পান করানো হল মুত্র

By

Published : May 26, 2022, 1:37 PM IST

Updated : May 27, 2022, 2:18 PM IST

রঘুনাথগঞ্জ, 26 মে : ডাইনি সন্দেহে একটি পরিবারের সকল সদস্যকে বেধড়ক মারধর করে মূত্র খাওয়ানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে (Suspicion Of Witchcraft in Raghunathganj) । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর আদিবাসীপাড়া এলাকায় । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরাপুর আদিবাসীপাড়ায় একটি পরিবারের সকল সদস্যদের একসঙ্গে একটি জায়গায় বসিয়ে রাখা হয়েছে । পরিবারের এক বৃদ্ধ সদস্যকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে ৷ আরও দুই নাবালিকা অঝোরে কান্না করে চলেছে ৷ তারপরই গ্রামবাসীরা তাঁদের জোর করে কিছু খাওয়াচ্ছেন ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি

আরও পড়ুন :ডাইনি অপবাদে মাকে মারধর ছেলের

সেখানে শিশু থেকে শুরু করে মহিলা ও বাড়ির পুরুষ সদস্যরাও আছেন । তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মূত্র খাওয়ানোর জন্য বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে । যদিও ভয়ে মুখ খুলতে পারছেন না পরিবারের সদস্যরা । অন্য়দিকে ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : May 27, 2022, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details