সাগরদিঘি,17 মার্চ : সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে অর্থ উপসমিতির বৈঠক চলছিল । সেই সময়, হঠাৎ-ই চেয়ার নিয়ে একে অপরের দিকে তেড়ে যান তৃণমূলেরই দুই গোষ্ঠীর সদস্যরা । চলে কিল, চড়, ঘুষি। মারপিটে জড়িয়ে পড়েন গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যরাও। হাতাহাতির এই CCTV ফুটেজ প্রকাশ হতেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পঞ্চায়েত সদস্যদের চেয়ার ছোড়াছুড়ির ভিডিয়ো ভাইরাল - তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
পঞ্চায়েতের সভাকক্ষে বৈঠক চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা । একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান ।
দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে চলছিল অর্থ উপসমিতির মিটিং। সেই সভায় প্রধান মুনি মারিয়া মাড্ডি ও উপ প্রধান বক্তিয়ারুদ্দিনের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হন বদরুদ্দিন সরকার,মমতাজ বেগম ও মাসিবুল শেখ। বচসার মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। হাতাহাতিও হয় । চরম গন্ডগোলে ভেস্তে যায় সভা ।
CCTV-তে ধরা পড়ে ঘটনাটি। কোনওভাবে সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় । 20 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 17টি, BJP একটি ও কংগ্রেস দুটি আসনে জয়ী হয়। এই নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।