পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jangipur Maternity Death : প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে জঙ্গিপুর হাসপাতালে ভাঙচুর - maternity death at Jangipur Hospital

প্রসূতি মৃত্যু ঘিরে ভাঙচুর করা হল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (maternity death at Jangipur Hospital) । প্রসূতির নাম ববি খাতুন ৷ মারমুখী রোগীর আত্মীয়দের সামাল আসে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির ।

Jangipur Maternity Death news
জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রসূতি মৃত্যু

By

Published : May 6, 2022, 12:13 PM IST

জঙ্গিপুর, 6 মে : প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (maternity death at Jangipur Hospital) । বৃহস্পতিবার রাতে ববি খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর খবর আসতেই উত্তেজিত জনতা হাসপাতালে চড়াও হয় । মারমুখী রোগীর আত্মীয়দের সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী । প্রসূতির মরদেহ মর্গে নিয়ে যেতে গেলে বাধা দেন রোগীর আত্মীয় পরিজন । তাঁদের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির । ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত তোলপাড় হয় হাসপাতাল চত্বর ।

আরও পড়ুন :Vandalized Hospital: প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় ববি খাতুন নামে এক প্রসূতিকে । বাড়ি রঘুনাথগঞ্জ থানার খড়িবোনা । সেদিন দুপুরেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি । কিন্তু বিকেল থেকে প্রসূতির অবস্থার অবনতি ঘটে । পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির ফলে এই প্রসূতির মৃত্যু হয়েছে । মৃত্যুর খবর জানা মাত্রই উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (Jangipur Superspecialty Hospital) চত্বরে । রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে । হাসপাতাল চত্বরে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details