পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহরমপুর কোভিড হাসপাতালে ভাঙচুর, ব্যাহত পরিষেবা

রোগীর আত্মীয়রা বলপূর্বক চিকিৎসার দাবি জানিয়ে ICU-তে ঢুকে পড়ে বলে অভিযোগ ৷ চালায় ভাঙচুর ৷ এতে ব্যাহত হয়ে পড়ে চিকিৎসা ব্যবস্থা ৷

Vandalism at Berhampur Covid Hospital
বহরমপুর কোভিড হাসপাতালে ভাঙচুর

By

Published : Aug 13, 2020, 1:12 AM IST

বহরমপুর, 13 অগাস্ট : মুর্শিদাবাদে কোভিড হাসপাতালে রোগীর আত্মীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ । রোগীর আত্মীয়দের এমন আচরণে চিকিৎসক থেকে নার্স কেউই কাজ করতে চাইছেন না ৷ ফলে পরিষেবা ব্যাহত ।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের MSVP শর্মিলা মল্লিক জানান, রোগীর পরিবারের কয়েকজন লোক কোভিড হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তারের সঙ্গে অসভ্য আচরণ ও মারধর করে । রোগীর আত্মীয়রা নিজেরাই অক্সিজেনের সিলিন্ডার টেনে নিয়ে ICU-তে জোর করে ঢুকে পড়ে বলে অভিযোগ ৷ যেখানে রয়েছে কোরোনা পজ়িটিভ আক্রান্তরা । কোভিড রোগীদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় একদল রোগীর আত্মীয় ।

রোগীর আত্মীয়দের প্ররোচিত করার অভিযোগ উঠেছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের দিকে । অভিযোগ তুলেছেন খোদ হাসপাতালের সুপার কাম ভাইস প্রিন্সিপ্যাল । ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য রোগী ও পরিজনরা । পরিস্থিতি এমন জায়গায় দাড়িয়েছে যে বহরমপুর কোরোনা হাসপাতালে ডাক্তার ও নার্সরা কাজ বন্ধ রেখেছেন । যার ফলে বিপাকে পড়েছে রোগীরা ।

ABOUT THE AUTHOR

...view details