সামসেরগঞ্জ, ৫ জুন : বাড়ির ছাদে জলের পাইপ লাগানো নিয়ে বিবাদের জেরে কাকার হাতে খুন হল ভাইপো। লোহার রড, লাঠিসোটা দিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে কাকা ও খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। ২৯ মে ঘটনাটি ঘটে সামসেরগঞ্জের চশকাপুর গ্রামে। ঘটনার আট দিন পর আজ মৃত্যু হল আবু রায়হান নামে ২৪ বছরের ওই যুবকের ।
পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে খুনের অভিযোগ - murshdabad murder
ছাদে জল নিকাশির জন্য পাইপ লাইন করাকে ঘিরে পারিবারিক বিবাদ। সেই বিবাদের জেরে এক যুবককে লোহার রোড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাকা সহ আট জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সারমসেরগঞ্জে।
অভিযুক্ত কাকা ও খুড়তুতো ভাইদের বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে ছাদের জল ফেলার জন্য রাস্তার ধারেই একটি পাইপ লাগাচ্ছিলেন পেশায় কৃষক নেকদার শেখ ও তাঁর ছেলে আবু রায়হান। সেইসময় প্রতিবেশী কাকা ও খুড়তুতো ভাইদের সঙ্গে বিষয়টি নিয়ে বচসা বাধে। বচসা চলাকালীন রড, লাঠিসোটা নিয়ে আবু রায়হানের উপর চড়াও হয় কাকা ও খুড়তুতো ভাইয়েরা। ব্যাপক মারধরের জেরে অজ্ঞান হয়ে যায় আবু রাইহান। এরপর প্রথমে তাঁকে স্থানীয় ধূলিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে জঙ্গিপুর মহমুকা হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় আবু রায়হানকে।
সেখানে টানা আটদিন মৃত্যু সঙ্গে লড়াই করে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন আবি রায়হান। ঘটনায় করিম শেখ, শামসুদ্দিন শেখ, জিয়াউল শেখ, মালেক শেখ, কুদ্দুস শেখ সহ মোট আটজনের বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।