পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্নানে মেনে গঙ্গায় তলিয়ে গেল নাবালক-নাবালিকা - ইটিভি ভারত

গঙ্গায় স্নান করতে নেমে স্রোতের টানে তলিয়ে যেতে থাকে 5 নাবালক-নাবালিকা ৷ উদ্ধার করা গিয়েছে তিনজনকে ৷ বাকিদের সন্ধানে তল্লাশি জারি ৷ ঘটনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷

two_still_missing_after_drowned_in_ganga_river
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে এখনও নিখোঁজ দুই

By

Published : Oct 18, 2020, 1:42 PM IST

সামশেরগঞ্জ, 18 অক্টোবর : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় পাঁচজন। উদ্ধার করা গিয়েছে তিনজনকে। শেষ পাওয়া খবর, দুজনের হদিস এখনও মেলেনি ৷ ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের ৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল প্রায় সমবয়স্ক পাঁচ নাবালক-নাবালিকা লোহারপুর ঘাটে স্নান করতে নামে । হঠাৎ স্রোতের টানে পাঁচজনই তলিয়ে যেতে থাকে। তাদের ডুবতে দেখে স্থানীয় মানুষজন গঙ্গায় ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকি দুজনের সন্ধানে প্রথমে নৌকা নিয়ে তল্লাশি চলে ৷ পরে সামশেরগঞ্জ থানার পুলিশ ডুবুরি নামিয়েও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পায়নি ৷

তলিয়ে যাওয়া ওই দুই নাবালক-নাবালিকার নাম সাকিবুল ইসলাম(৮) ও খাতিজা সুলতানা(৯)। তাদের বাড়ি সামশেরগঞ্জ থানার চাচন্ড গ্রামে।

ABOUT THE AUTHOR

...view details