পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লিফট চাওয়ার অছিলায় টাকা ছিনতাই, গ্রেপ্তার 2

8 তারিখ রাতে একঘরিয়া পেট্রল পাম্পের মালিক দীপায়ন দে 1 লাখ 97 হাজার টাকা ব্যাগে নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ মাঝ রাস্তায় ছিনতাইকারীরা তাঁর কাছে লিফট চায় ৷ বাইক দাঁড় করাতেই ব্যাগটি কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যেই দুই ছিনতাকীরাকে গ্রেপ্তার করে বড়ঞা থানার পুলিশ ৷

By

Published : Mar 10, 2020, 4:58 PM IST

snatching money from a pump owner
ছিনতাইকারী

বড়ঞা, 10 মার্চ : 1 লাখ 97 হাজার টাকা ছিনতাই ৷ 24 ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া টাকা ৷

8 মার্চ রাতে বড়ঞার একঘরিয়া পেট্রল পাম্পের মালিক দীপায়ন দে 1 লাখ 97 হাজার টাকা ব্যাগে নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা পুলকেন্দু দে ৷ মাঝপথে ছিনতাইকারীদের একজন তাঁর কাছে লিফট চায় ৷ তিনি বাইক দাঁড় করাতেই ব্যাগটি কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷

মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রথমে নুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে একঘরিয়া গ্রাম থেকে অপর ছিনতাইকারী মসিরুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয় । যদিও তাদের আরও এক সাগরেদ আলি পলাতক । উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া টাকাও ।

ABOUT THE AUTHOR

...view details